যাঁদের কথা লেখা হল না
কেবল গবেষণাগারে দাঁড়িয়েই কি বিজ্ঞান? ক্লাসরুমে যে অঙ্কের দিদিমণি আমাদেরকে সেই ছোটবেলায় প্রথম দুইয়ে দুইয়ে চার করে যোগ-বিয়োগ-গুণ-ভাগের হিসেব শিখিয়েছেন, তাঁদের কথা বলব না আমরা ? প্রত্যেকজন মহিলা গবেষক, আজকে যাঁরা দেশবিদেশের গুচ্ছ গুচ্ছ ল্যাবে নিজেদের পরীক্ষা-নিরীক্ষা-আবিষ্কারে মগ্ন, স্নাতকোত্তর অথবা পিএইচডি থিসিসের প্রয়োজনে — তাঁরা খ্যাতিমান হোন বা না হোন —তাঁদের অধ্যবসায়, তাঁদের মেধার উদ্ভাসকে আমরা কুর্নিশ করব না? নারীর বিজ্ঞানচর্চার বিষয়ে ধারাবাহিক (অন্তিম পর্ব )
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 22 November, 2021 | 586 | Tags : Series on Female Scientists Madhuri Chatterjee